ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:২৮ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। রোববার (১১ ডিসেম্বর) তাদের আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন। এর আগে আদালত মামলার শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের পক্ষে আজ আদালতে ছিলেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন। এছাড়া মির্জা আব্বাসের জামিনের আবেদন করেন মহিউদ্দিন চৌধুরী।
গতকাল (১১ ডিসেম্বর) বিএনপির আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামমিন আবেদন করলে আদালত শুনানির জন্য আজ সোমবার (১২ ডিসেম্বর) দিন ধার্য করেন।
এদিন মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন এবং মহিউদ্দিন চৌধুরী জামিন আবেদন করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, মির্জা ফখরুল খুবই অসুস্থ। তার অসুস্থতা বিবেচনায় তার জামিনের আবেদন করা হয়েছে। মির্জা ফখরুল এজহারনামীয় না।
এর আগে গত ৭ ডিসেম্বর (বুধবার) রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে ৮ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার করা হয় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে।
মামলার আরও আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। এদের মধ্যে অনেকেই আটক রয়েছেন বলে জানানো হয়েছে বিএনপি ও পুলিশের পক্ষ থেকে।