ফেসবুকে প্রেম- করতে চেয়েছিলেন বিয়ে, ৮০ লাখ টাকা নিয়ে গায়েব প্রেমিকা

২৭ অক্টোবর ২০২২, ১২:১১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ফেসবুকে প্রেম

ফেসবুকে প্রেম © প্রতীকি ছবি

ফেসবুকে তরুণীর সঙ্গে বন্ধুত্ব, প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত। আর এরই মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে নানারকম কারণ দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেন প্রেমিকা। তারপর হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন। প্রথমে হতবিহবল হলেও পরে প্রেমিক। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা হয়। এটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। অল্প সময়ের মধ্যেই তারা প্রতারণায় অভিযুক্ত পুষ্পা আক্তার ওরফে আবিরা জাহান কলি এবং চক্রের মূল হোতা সুজন তালুকদার ওরফে শাওন ওরফে তানভীর হাসান ওরফে জাহিদ হাসান ওরফে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফউল্লাহ্‌ বলেন, তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় গত ২০ অক্টোবর টাঙ্গাইল সদর থেকে আবিরা জাহান কলিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপরজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দু'টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবির এই কর্মকর্তা জানান, সুজন তালুকদার নারীদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলেন। এরপর তার পরামর্শ অনুযায়ী পুষ্পা বিভিন্নজনের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে যোগাযোগ বন্ধ করে দেন তারা।

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬