নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

রায় শেষে আসামীদের কারাগারে নেয়া হচ্ছে
রায় শেষে আসামীদের কারাগারে নেয়া হচ্ছে  © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আরেকজনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান, রবিউল ইসলাম, শুক্কুর আলী ও আলী আকবর। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডলি বেগম ও খালাস পেয়েছেন নাসরিন বেগম। এদের মধ্যে রবিউল ইসলাম ও ডলি বেগম পলাতক। 

আরও পড়ুন: জালিয়াতি করে ধরা প্রাথমিকের ৪৭৭ শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়া ওই মামলায় একজনকে খালাস ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

প্রসঙ্গত, ২০০৫ সালের ২ মে ফতুল্লার চর রাজাপুর গ্রামের বাড়ি থেকে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী ফুপুর বাড়ি লক্ষীনগর গ্রামে দাওয়াত খেতে যায়। পরদিন থেকেই সে নিখোঁজ হয়। ৪ মে লক্ষীনগর গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


সর্বশেষ সংবাদ