আগে ব্যাটিং না করা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা লিটনের
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ AM
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও কিছু প্রশ্ন রেখেই দিলো বাংলাদেশ। দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত ক্রীড়াপ্রেমীরা, বিশেষ করে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়া সত্ত্বেও। দ্বিতীয় ম্যাচের পর টস নিয়ে প্রশ্নে তানজিদ হাসান তামিম দায় এড়ালেও, শেষ ম্যাচে লিটন দাস জানালেন, প্রতিপক্ষকে ভালোভাবে হারানোর কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
লিটন বললেন, ‘ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিতেছেন এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি উন্নতি করেছে। এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে। এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং এমন না যে এশিয়া কাপেই, সবসময়ই ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো লক্ষণ যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয়নি প্রথম দুই খেলায়। আজকে অনেকজনই ব্যাটিং করেছে।’
নেদারল্যান্ডসকে অবশ্য ছোটো করে দেখছেন না লিটন, তার ভাষ্যমতে, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল, প্রত্যেকটা ভালো দল। সো আপনাকে সেইম সম্মান করতে হবে এবং আমরা ওই সম্মান দিয়ে ক্রিকেট খেলি। আমরা চেষ্টা করি আমাদের কীভাবে প্রতিদিন উন্নতি করা যায়।’
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে টাইগার অধিনায়ক বললেন, ‘আবহাওয়ার উপরে তো কারো হাত নেই। গেমে যতটুকু পাওয়ার ছিল, ব্যাটিং দল হিসেবে আমরা মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট দুই গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অভিয়েসলি বোলাররা বল করতে পারলে ভালো হতো, বাট ওটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’
উল্লেখ্য, বেরসিক বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে ৬ চার আর ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন লিটন। এছাড়া জাকের আলী ১৩ বলে ২০ এবং নুরুল হাসান ১১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।