পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত, বললেন সৌরভ

সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি   © সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। এর জেরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও সুখকর নয়। যে কারণে এসিসি ও আইসিসির ইভেন্ট ছাড়া বহুল প্রতিক্ষীত এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াইও দেখা যায় না। গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর নতুন মাত্রা পেয়েছে সেই জলঘোলা সম্পর্ক।

এ ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দেশ দুটির সরকার। তবে শুধু সরকারের তরফ থেকেই নয়, এই ইস্যুতে ক্রিকেটাররাও চুপ নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার পক্ষপাতী নন বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলি। 

সংবাদসংস্থা এএনআইকে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে, এটি কোনো কৌতুক নয়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।’

রাজনৈতিক বৈরী সম্পর্কে এক যুগেরও বেশি সময় ধরে দেখা যায় না ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। প্রায় ১৭ বছর ধরে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলে না ম্যান ইন ব্লুরা। দ্য গ্রিন ম্যানদের মাটিতে আয়োজিত সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছে রোহিত শর্মার দল। যেখানে শিরোপা উল্লাসও করেছে ম্যান ইন ব্লুরা।

এদিকে পেহেলগামে হামলার ঘটনায় ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করেছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। পিএসএলে সম্প্রচারের দায়িত্বে থাকা ১২ ভারতীয় ক্রু ও একজন প্রযোজক সেখানে আটকা পড়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence