শান্ত-জাকেরের দৃঢ়তায় দিন শেষ বাংলাদেশের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৫:২০ PM

সিলেট টেস্টে ঘুরে দাঁড়িয়ে লিড নেওয়ার পর ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা। জবাবে ২৭৩ রানে অলআউট হলেও ৮২ রানের লিড পেয়েছিল জিম্বাবুয়ে।
তবে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা। লিড ১১২ রানের।
শেষ বিকেলে দলীয় স্কোর চাঙ্গা রেখেছেন অধিনায়ক শান্ত আর জাকের। ১৫ দশমিক ২ ওভার ব্যাটিং করে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটির ছোঁয়া পেয়েছেন শান্ত। ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত টপ-অর্ডার এই ব্যাটার। এ ছাড়া ৬০ বলে ৩ বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত জাকের।
মঙ্গলবার (২২ এপ্রিল) বৃষ্টি বাগড়ায় ভেস্তে যায় তৃতীয় দিনের প্রথম সেশন। প্রাকৃতিক এই নিয়ামকের বাধার পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় মুজারাবানির শর্ট বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়ে ৬৫ বলে ৩৩ করে ফেরেন জয়।
এরপর উইকেটে এসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত। রিচার্ড এনগারাভার করা ২৩তম ওভারে ৪টি চার হাঁকান। তার আগ্রাসী মনোভাবেই লিডের দেখা পায় স্বাগতিকরা। ফলে, ২৪ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে যায় বাংলাদেশের রান।
তবে ফিফটির সম্ভাবনা জাগিয়ে ফেরেন মুমিনুল হক। দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে ভিক্টর নিয়াউচির শর্ট ডেলিভারিতে ফেরেন টাইগার এই ব্যাটার।
মুশফিক-ও উইকেটে থিতু হতে পারেননি। ২০ বল খেলে ব্যক্তিগত ৪ রানে প্রথম স্লিপে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশি। সবমিলিয়ে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে বাংলাদেশ।
এর আগে, সিলেট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল সফরকারীরা। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুটিয়ে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল রোডেশিয়ানরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই তাদের চেপে ধরে টাইগাররা। দ্বিতীয় সেশনে লিড নিলেও খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে প্রথম ইনিংসে থেমেছে জিম্বাবুয়ে, লিড ছিল ৮২ রানের।