পাকিস্তানের কাছে বড় হার, অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজয়ের পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। এতে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে ৮ দল খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল বিশ্বমঞ্চের টিকিট পেয়েছে। বাকি দুটি জায়গার লড়াইয়ে নেমেছে আরও ৬ দল। এর মধ্যে টানা ৪ ম্যাচ জিতে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠেছে স্বাগতিকরা।

অন্য আরেকটি জায়গার লড়াইয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে টাইগ্রেসরা। আর নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিতলে ক্যারিবিয়ানদেরও পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দলটিই মূল পর্বে জায়গা করে নেবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয়ই টাইগ্রেসদের গলার কাঁটা হতে যাচ্ছে।

আরও পড়ুন: ছোট-বড় দলের তত্ত্বে বিশ্বাসী নন শান্ত

শনিবার (১৯ এপ্রিল) বাঁচা-মরার ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টুর্নামেন্ট-জুড়ে ভালো ব্যাটিং করা বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার খেলেও ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রানে থামে সফরকারীদের ইনিংস। এদিন শূন্য (০) রানে ফেরেন ওপেনার ফারজানা হক। ১৩ রান যোগ করে ফেরেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর মাত্র ১ রানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরলে ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শারমিন আক্তারের কাঁধে দলের দায়িত্ব পড়েছিল। সবশেষ ৪ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা শারমিনও এদিন বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ২৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দৃঢ়তা দেখিয়ে ফিফটি ছোঁয়া ইনিংস খেলে দলকে এগিয়ে নেন ঋতুমনি ও ফাহিমা। ৭৬ বলে ঋতু ৪৮ এবং ৫৩ বলে ৪৪ রান করেন ফাহিমা।

বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩ উইকেট নেন। এ ছাড়া ফাতিমা সানা ও ডায়ানা বেগ দুটি করে উইকেট নেন।

জবাবে দুই ব্যাটারের ফিফটিতে সহজে জয় তুলে নেয় স্বাগতিকরা। ৬৯ রান করেন ওপেনার মুনিবা আলী। এ ছাড়া ৩৩ রান করে সাজঘরে ফেরেন সিদ্রা আমিন। আর ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন আলিয়া রিয়াজ।


সর্বশেষ সংবাদ