রাজনীতিতে আসা ভুল ছিল না, আবার নির্বাচন করলে আমিই জিতব: সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেন সাকিব আল হাসান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।  রাজনীতিতে নাম লেখানো, সংসদ নির্বাচন করা এবং জুলাই অভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালন করায় সমালোচনায় পড়তে হয় তাকে। তবে  দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি  ঘরের মাঠ থেকে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন, তাও শেষ পর্যন্ত হয়নি। তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা।

তবে এতকিছুর পরও নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলেন সাকিব। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকার সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে। সাকিব মনে করেন, তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন, তবে তিনিই জিতবেন।

রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,  'দেখুন, আসল কথা হলো, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যে-ই রাজনীতিতে যোগ দিক না কেন, সেও ভুল করবে। সেটা ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক—যেই রাজনীতিতে যোগ দিক না কেন, সেটা ভুল হবে। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার, এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দিক বা না দিক, সেটা তাদের ব্যাপার। আমি মনে করি আমি যখন যোগ দিয়েছিলাম, তখন সঠিক ছিলাম, এবং এখনও বিশ্বাস করি আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা।'

সাকিব মনে করেন যারা মনে করে তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিল না, তারা তার এলাকার মানুষ নয়,  'দেখুন, মানুষ যতই বিতর্ক করুক যে আমার রাজনীতিতে আসা সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে যারা এটা বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা অবশ্য ভিন্নভাবে চিন্তা করে, এবং সেটাই আসল কথা। আমি এখনও বিশ্বাস করি যে আমি যদি আজ নির্বাচনে দাঁড়াই, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।' 


সর্বশেষ সংবাদ