অলিম্পিকে ৬ দলের ক্রিকেট, বাংলাদেশের কী খেলতে পারবে?

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট  © ফাইল ফটো

১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল রাতে ঠিক হলো—কয়টি দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। আগামী অলিম্পিকে ক্রিকেটের সোনার জন্য পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দলের অংশগ্রহণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

তবে কীসের ভিত্তিতে কোন ছয় দল অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে সে সম্পর্কে কিছুই জানায়নি আইওসি। টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরেও ৯০ টির মতো আইসিসি সহযোগী সদস্য রয়েছে, যারা টি-টোয়েন্টি খেলে। একটি নির্দিষ্ট সময়ের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচনের প্রস্তাব দিয়েছে আইসিসি। তেমনটা হলে হয়তো কপাল পুড়তে পারে বাংলাদেশের। কারণ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ কখনোই সেরা ছয়ে থাকতে পারেনি। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের নয়ে আছে বাংলাদেশ পুরুষ দল। একই অবস্থায় আছে মহিলা দলও।

আয়োজক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র সরাসরি খেলতে পারে ক্রিকেটে। সেক্ষেত্রে বাকি পাঁচটি দলের খেলার সুযোগ থাকবে। অলিম্পিক গেমসে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলো আলাদা আলাদা পতাকাতলে অংশ নেয়। কিন্তু অলিম্পিক গেমসের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে তা ঠিক করারও ব্যাপার আছে। ১৯০০ প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ হয়েছিল ক্রিকেট। ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

ফুটবলে দলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইওসি। ছেলেদের ফুটবলে এত দিন ১৬টি দেশ খেলত। ৪টি কমিয়ে ১২ দল অংশ নেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। মেয়েদের ফুটবলে অবশ্য থাকছে ১৬টি দল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence