ফিলিস্তিন নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা

অধ্যাপক মেহেরুন নেছা এবং তার দেওয়া স্ট্যাটাস
অধ্যাপক মেহেরুন নেছা এবং তার দেওয়া স্ট্যাটাস  © টিডিসি সম্পাদিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মেহেরুন নেছার ফিলিস্তিন ও হামাস যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তার বক্তব্যকে বিতর্কিত ও ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি অবমাননাকর দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ওই শিক্ষিকাকে বয়কটের ঘোষণা দেয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অধ্যাপক মেহেরুন নেছা লেখেন, গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।’ তার এই বক্তব্যকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের বিপরীতে অবস্থান নেওয়া এবং ইসরায়েলি আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা হিসেবে দেখেন।

বিষয়টি ঘিরে শুরু হওয়া প্রতিবাদের মুখে পরে নিজের টাইমলাইনে দেওয়া মন্তব্যের জন্য ক্ষমা চান অধ্যাপক মেহেরুন নেছা। তিনি বলেন, ‘গতকাল ফিলিস্তিন নিয়ে আমার টাইমলাইনে একটি স্ট্যাটাস শেয়ার করেছিলাম। সে স্ট্যাটাসটি হয়তো আমি যা বলতে চেয়েছি, তা আমার অক্ষমতার কারণে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। সেজন্য আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের এ রক্তক্ষয়ী পরিস্থিতি আমি নিতে পারিনি। আমি একজন মুসলিম নারী এবং এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমার শ্রদ্ধা অটুট। ব্যক্তিগতভাবে, আমি নারীর পোশাক পরিধানের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। বোরকা বা হিজাবের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না। অতীতে, কোনো ঘটনার প্রেক্ষিতে পর্দা সংক্রান্ত কিছু স্ট্যাটাস দিয়েছিলাম, যা ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে পারে—সেজন্য আমি গভীরভাবে অনুতপ্ত।

অধ্যাপক মেহেরুন নেছা তার ক্ষমা প্রার্থনায় বলেন, আমার শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য। সবসময় আমি তাদের মঙ্গল কামনা করেছি এবং আমৃত্যু তা করে যাবো। আমার অতীতের অসচেতন কোনো কাজে যদি কেউ দুঃখ পেয়েছেন, আমি তার জন্যও ক্ষমাপ্রার্থী। আমি চাই না আমাদের আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকুক।

অধ্যাপকের বিতর্কিত মন্তব্যের সূত্রপাত হয়েছিল ফিলিস্তিন ও হামাস যোদ্ধাদের বিষয়ে তার ফেসবুক স্ট্যাটাস থেকে। একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।’

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। আমি এ বিষয়ে সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত শেষে রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence