সুন্দরগঞ্জে ভুল প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

২৮ আগস্ট ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM

© সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ভুল প্রশ্নপত্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রের সচিব কেওয়াইএম আব্দুল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেওয়াইএম আব্দুল্লাহ ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের সচিব ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,উপজেলার আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায়  গত রোববার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এতে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

আরও পড়ুন: রাবির সাবেক উপাচার্যের মেয়ে সানজানাকে শোকজ

এ বিষয়ে ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব ও মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেওয়াইএম আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কেন্দ্রের নিয়োজিত ট্যাগ অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেউ বিষয়টি আমাকে জানায়নি। যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকে এ দায় আমার নয়, এর দায়-দায়িত্ব কেন্দ্র সচিবের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-নূর-এ আলম বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের পরামর্শে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে আরেকজনকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মাহবুব হাসান বলেন, দায়িত্ব অবহেলার দায়ে ওই কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ইউএনও'কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরেকজন কেন্দ্র সচিবের দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।

শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জর…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেপথ্যে যা যা ঘটল
  • ২৫ জানুয়ারি ২০২৬