নটর ডেম কলেজে ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামী ২৯ আগস্টের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। চূড়ান্ত তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।
কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ছাত্র নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছো, তাদেরকে ২৬ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে ২৯ আগস্ট বিকাল ৪:০০টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েব সাইট https://ndc.edu.bd -তে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে বলা হচ্ছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ভর্তি ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৩০ আগস্ট সকাল ১০টায় ভর্তির ২য় তালিকা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যারা ভর্তির সুযোগ পাবে তাদের ঐদিনই বিকাল ৩টার মধ্যে ভর্তি হতে হবে ।