ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা

ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা
ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা  © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের সময় জালাল উদ্দিন দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা জালাল উদ্দিনকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, "জালাল উদ্দিনের ওপর হামলাকারীদের বিচার হতেই হবেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, হামলাকারীরা যেই হোক না কেন, দ্রুত তাদের আটক করুন।"

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, "এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।"


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!