কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১
সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১  © টিডিসি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৮ জুন)  রাত সাড়ে আটটার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল,২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা। এছাড়া নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক এনামুল জয়কুমর গ্রামের  আহমদ আলির ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবতী' কায'ক্রমের জন্য  রাতেই রাজারহাট থানা পুলিশে সোপদ' করা হয়।

আরও পড়ুন: ভারতে করোনার নতুন ঢেউ, বেনাপোল বন্দরে বাড়তি সতর্কতা

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজারহাট  থানা পুলিশের ভারপ্রাপ্ত কম'কতা' (ওসি ) বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দিয়ে আসামীকে আজ সোমবার আদালতে প্রেরণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!