ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
ময়মনসিংহের ভালুকায় পরকীয়ার সন্দেহে মো. রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় চুন্নু মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
চুন্নু মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গাটি পাড়ার তোতা মিয়ার ছেলে। তিনি হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ ধারণা করছে, নিহত রতনের সঙ্গে চুন্নুর স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয়রা জানান, লবণকোঠা গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রতন বাড়ির পাশেই তাইজুদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় চুন্নু মিয়া হঠাৎ দৌড়ে এসে তার পিঠে ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যার পর চুন্নু মিয়া নিজ বাসায় গিয়ে আত্মগোপন করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চায়ের দোকানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মোসলেম উদ্দিন বলেন, ‘আমি তখন চা খাচ্ছিলাম। হঠাৎ চুন্নু মিয়া এসে কোনো কিছু না বলেই রতনের পিঠে ছুরিকাঘাত করে। আমি বাধা দিতে গেলে আমাকেও আঘাতের চেষ্টা করে। আমি হাতে থাকা কাপের চা তার মুখে ছুড়ে মেরে দৌড়ে বাসায় পালাই।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’