শেরপুরে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা লোকজন
বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা লোকজন  © টিডিসি

শেরপুরে (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), ‘বাঁধন’ শেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজের অভিভাবক ছাউনিতে এ কর্মসূচির উদ্বোধন হয়।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, রসায়ন বিভাগের প্রধান আশরাফ হোসেন আকন্দ, বাঁধনের কেন্দ্রীয় সভাপতি মো. শামীম গাজী ও বিভিন্ন বিভাগের শিক্ষরা উপস্থিত ছিলেন।

বাঁধন শেরপুর সরকারি কলেজ ইউনিটের আহ্বায়ক কারিমুল ইসলাম বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

আরও পড়ুন: স্বতন্ত্র পরিচয় গড়ার সংকল্প থেকে আইইউটিতে প্রথম তাসনিম

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, ‘বাঁধনের এ ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। আমাদের সবার এগিয়ে আসা উচিত।’

এ সময় শেরপুর সরকারি কলেজ পরিবারের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাওন, সাবিকুন্নাহার ইতিমনি, সদস্যসচিব ফয়সাল আহমেদসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence