চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ  © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত ৫ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি ও কাউখালী উপজেলায় এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙামাটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে আদিবাসী ছাত্র-সমাজের আয়োজনে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে কে রায় সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সুজন চাকমার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সহসভাপতি কবিতা চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমাসহ রাঙ্গামাটি সরকারি  কলেজের সাধারণ  শিক্ষার্থীরা এ সময় বক্তব্য দেন। 

সমাবেশে  বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তির পরও চুক্তি বিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড়ে চাঁদাবাজি, সংঘাত ও অপহরণের মতো ঘটনা বন্ধ হচ্ছে না।

আরও পড়ুন: সন্ধ্যা হলেই মাদকসেবীদের দখলে তিতুমীর কলেজসংলগ্ন ওভারব্রিজ

পাহাড়ে সব অপহরণের ঘটনার সঙ্গে ইউপিডিএফকে দায়ী করে বক্তরা বলেন, ‘এরা এত শাক্তিশালী হলো কীভাবে। তারা কী রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী? তারা যদি রাষ্ট্রের চেযেও বেশি শাক্তিশালী না হয়ে থাকে, তাহলে রাষ্ট্র কেন অপহৃত চবির পাঁচ শিক্ষার্থীদের ৫ দিনেও মুক্ত করতে পারলো না। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি জানান তারা।

এ ছাড়া কাউখালীতে মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করে এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বিজু শেষে ফেরার পথে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে সন্তু লারমা নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence