অবরুদ্ধ হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতঃপর...

১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
হাসপাতালের কর্মচারীদের বিক্ষোভ

হাসপাতালের কর্মচারীদের বিক্ষোভ © সংগৃহীত

চাকরি স্থায়ীকরণ ও দশ মাসের বকেয়া বেতনের দাবিতে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজিকে তার শেষ কর্মদিবসে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আউটসোর্সিং ভিত্তিক কর্মচারীরা। বুধবার (১৬ এপ্রিল) হাসপাতালের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। 

আউটসোর্সিং কাজে নিয়োজিত কর্মচারীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে শুধু কাজ করিয়ে নেওয়া হয়েছে। আজ বিদায় নিতে এসে কোনো জবাবদিহিতা ছাড়াই চলে যাওয়ার চেষ্টা করায় তাকে আটকে রাখা হয়। দিনরাত খেটে কাজ করছি অথচ বেতন নেই। তারা বেতন পেলেও আমরা বিনা বেতনে দিনরাত খেটে যাচ্ছি।’

আউটসোর্সিং কাজে নিয়োজিত ইলিয়াস নামে এক কর্মচারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাসের পর মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। অথচ উচ্চপদস্থ কর্মকর্তারা শুধু আশ্বাস দেন, বাস্তবে কিছুই করেন না।’ 

আরও পড়ুন: তিতুমীর কলেজে তীব্র আবাসন সংকট, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী

ঝর্ণা রানী দাস নামের আরেকজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের কাজ ছাড়া এই হাসপাতাল চলবে না আমরা জানি, সবাই জানে। তবুও আমাদের মানুষ মনে করা হয় না। বেতন না পেয়ে অনেকে ধারদেনা করে সংসার চালাচ্ছে। আশ্বাস দিয়ে আর হবে না। আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন জানাই।’

এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা তার জীবনের শেষ কর্মদিবসে এমন পরিস্থিতির শিকার হবেন এটা মেনে নেওয়া যায় না। তবে কর্মচারীদের দাবিও যৌক্তিক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করা হবে এবং নতুন তত্ত্বাবধায়ক যেন বিষয়টির সুরাহা করেন, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।’

এদিকে, এ ঘটনার খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম সিদ্দিকী এবং ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবির দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে মুক্ত করেন।

আরও পড়ুন: ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফের রেজিস্ট্রেশনের সুযোগ 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে পৌঁছাই যেন কোনো ধরনের আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে।’

প্রসঙ্গত, ফেনী জেনারেল হাসপাতালে প্রায় অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মচারী দৈনিক সেবামূলক কাজে নিয়োজিত থাকলেও তাদের চাকরি অস্থায়ী এবং বেতনপ্রাপ্তি অনিয়মিত। এই অব্যবস্থাপনা ঘিরে কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা ক্ষোভ বিরাজ করছিল।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9