ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক, হাতেনাতে ধরল জনতা

১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০৯ PM
অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিচ্ছে জনতা

অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিচ্ছে জনতা © টিডিসি ফটো

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর এক শিক্ষককে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত শিক্ষকের নাম  মোস্তাফিজুর রহমান। তিনি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানী, আপত্তিকর মেসেজ পাঠানোসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার দুপুরে শিক্ষকের প্রাইভেট সেন্টারে  বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে গিয়ে গণধোলাই দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে এই শিক্ষক ছাত্রীদের ব্লাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন। ভুক্তভোগী ছাত্রীকেও একইভাবে ট্র্যাপে ফেলা হয়েছে বলে দাবি তার।

প্রত্যক্ষদর্শী আসিফ আহমদ বলেন, মোস্তাফিজের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ ছিল। আজ তাকে আটক করার আগে আমরা ভিডিও ধারণ করি। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

মোকাদ্দসুর রহমান সান বলেন, বুধবার দুপুরে এক শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে আটক করে পুলিশে দেয়া হয়েছে। আমরা তাকে আর পঞ্চগড়ে দেখতে চাই না। ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্বে ওঠা যৌন হয়রানির অভিযোগ কোন ব্যবস্থা নেয়া হয়নি। এবার তার দৃষ্টান্তমূলক শাস্তির  ব্যবস্থা না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে। 

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুর রহমান হেলালী বলেন, এর আগে এক ছাত্রীকে ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছিল। পরে তাকে প্রশাসন থেকে সতর্ক করে দেয়া হয়। আজ বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি এখন আইনগতভাবে নিষ্পত্তি হবে। আমাদের কাছে কোন সহযোগিতা চাইলে আমরা তা করবো।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, প্রাইভেট সেন্টারে স্কুল ছাত্রীর সাথে মোস্তাফিজুর রহমানকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। আমরা তার মোবাইল ফোনে অনেক পর্ণ ভিডিও পেয়েছি। প্রত্যক্ষদর্শীরাও কিছু ভিডিও সংগ্রহ করে আমাদের দিয়েছেন। আমরা ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সাথে কথা বলছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9