অবশেষে প্রবেশপত্র পেলেন উখিয়ার হলদিয়া পালংয়ের ১৩ এসএসসি শিক্ষার্থী

১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী

প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী অবশেষে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড মানবিক বিবেচনায় এই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, “হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তারা আগামীকাল থেকে পরীক্ষা দিতে পারবে। তবে যে একটি বিষয়ের পরীক্ষা ইতোমধ্যে হয়ে গেছে, সেটি পরবর্তীতে, আগামী বছর পুনরায় দিতে হবে। আমরা আশা করছি, তারা বাকি পরীক্ষাগুলো ভালোভাবেই সম্পন্ন করবে।”

উল্লেখ্য, প্রবেশপত্র না পাওয়ার কারণে এই ১৩ শিক্ষার্থী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন অংশ নিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার দিন সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান। পরে উখিয়া থানা পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে।

শিক্ষার্থীদের পরীক্ষায় ফেরার সুযোগ করে দেওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে এমন গাফিলতির পুনরাবৃত্তি হবে না।

গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুন…
  • ০৪ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি
  • ০৪ জানুয়ারি ২০২৬
সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরের ছয়টি আসনে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!