সাভারে চলন্ত বাসে ফের ছিনতাই, অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৪:২০ PM

সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ব্যাংক টাউনের পাশের ব্রিজের ওপর সাভার পরিবহনের একটি ঢাকাগামী বাসে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক তায়েফুর রহমান জানান, তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে ব্যাংক টাউন থেকে বাসে উঠেছিলেন। বাসটি ব্রিজে উঠতেই আগে থেকেই অবস্থান করা ৩–৪ জন যুবক হঠাৎ ছুরি বের করে নারী যাত্রীদের লক্ষ করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে শুরু করে। তাদের হাত থেকে তায়েফুরের স্ত্রীর গলার লকেট ও চেইনও রক্ষা পায়নি।
তায়েফুর বলেন, ‘বাসে অন্তত ২০-২৫ জন যাত্রী ছিল, তবে ছিনতাইকারীরা শুধু নারী যাত্রীদের টার্গেট করে। তাদের কাছ থেকে অন্তত তিনটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়েছে। মোবাইল বা অন্যান্য ডিভাইস নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ছিনতাইকারীরা বাসটি ব্রিজের ওপর দাঁড় করিয়ে ছিনতাই শেষে সেখানেই নেমে যায়। পরে বাসটি গাবতলীতে পৌঁছালে যাত্রীরা চালককে একটি কাউন্টারে নিয়ে আটকে রাখেন, যদিও পরে চালক সেখান থেকে সরে যান।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্যান্য যাত্রীদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, ‘এমন কোনো ঘটনার তথ্য এখনো আমার কাছে আসেনি। তবে আমরা খোঁজ নিচ্ছি। সেখানে আমাদের একটি চেকপোস্ট আগে থেকেই রয়েছে।’
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একাধিক টিম ব্যাংক টাউনসহ আশপাশের এলাকায় চলাচলরত বাসে তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর মাঝেই আবারও এমন ছিনতাইয়ের ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে।