কিশোরগঞ্জের বালিখলা হাওরে ভ্রমণপিপাসুদের ভিড়

০৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৬ PM
বালিখলা হাওরে ভ্রমণপিপাসুরা

বালিখলা হাওরে ভ্রমণপিপাসুরা © টিডিসি

ঈদের ছুটিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সবুজ বোরো ধানের মাঠ, এঁকেবেঁকে চলা করিমগঞ্জের বালিখলা সড়ক, নদ-নদীর রূপ আর নির্মল প্রকৃতি উপভোগে প্রতিদিনই জেলার বিভিন্ন হাওর এলাকায় ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।

বর্ষার সময় যখন হাওর ভরে ওঠে জলরাশিতে, তখন নৌকাভ্রমণেই মেতে থাকেন পর্যটকেরা। তবে এবারের চিত্র ভিন্ন। এখন হাওরের বুকজুড়ে শুধু সবুজের সমারোহ। চারপাশে ধানক্ষেত, তার মাঝখান দিয়ে ছুটে চলা বালিখলা হাওর সড়কই হয়ে উঠেছে পর্যটনের মূল আকর্ষণ।

সরেজমিনে দেখা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওর সবচেয়ে কাছের হওয়ায় এখানেও প্রতিদিন উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ ঘোড়ার পিঠে, কেউ বাইকে, আবার কেউ দল বেঁধে পিকআপে গান-বাজনার সঙ্গে নেচে বেড়াচ্ছেন। তরুণ-তরুণীরা টিকটক ও সামাজিক মাধ্যমে নিজেদের মজার মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত। ফটোগ্রাফাররাও সুযোগ নিচ্ছেন ঈদ আনন্দের। দর্শনার্থীদের ছবি তুলে করছেন আয়। কেউ নদীপথে নৌকা বা স্পিডবোটে ঘুরছেন, কেউবা বালিখলা ঘাট থেকে সাবমার্চেবল সড়ক ধরে যানবাহনে করে মিঠামইন জিরোপয়েন্টে যাচ্ছেন। আড্ডা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কাটাচ্ছেন আনন্দঘন সময়।

আরও পড়ুন: সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মঈনউদ্দিন 

ঈদের ছুটিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে এসেছেন বহু পর্যটক। রাজধানী থেকে আসা ভ্রমণপ্রেমী চৈতি খন্দকার বলেন, ‘আগে শুধু বর্ষার হাওরের কথা শুনেছিলাম। কিন্তু এখন এসে দেখি শুষ্ক মৌসুমেও এত সৌন্দর্য! এখানকার সড়ক আর প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।’

স্থানীয়রা জানান, সাধারণত বৈশাখ-জৈষ্ঠ্য থেকে আশ্বিন-কার্তিক পর্যন্ত হাওরে পানি থাকে, তখন ভ্রমণ হয় নৌকাভিত্তিক। এবার ব্যতিক্রম হয়েছে, শুষ্ক মৌসুমেও পর্যটকেরা হাওরের সৌন্দর্যে বিমোহিত হয়ে ভিড় জমাচ্ছেন।

তবে স্থানীয় ব্যক্তিদের একটাই দুশ্চিন্তা- তরুণদের অসাবধান বাইক চালানো। এ ছাড়া নিরাপত্তা ঝুঁকি নেই বললেই চলে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9