টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আটক ১৪
- মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ১১:৪২ AM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদের রাতে টমটম পাকিং নিয়ে সাবেক মেয়র মহসিন মধুর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ আটক ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (৩১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও পশ্চিম ভাড়াউড়া গ্ৰামবাসীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশকয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কিছু টমটমসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে এ সময় পুলিশ ৫৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পরে পুলিশ ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যৌথ বাহিনীর অভিযানে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।