ধর্ষণচেষ্টায় বেয়াইয়ের চোখ তুলে ফেললেন বেয়াইন

৩০ মার্চ ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
যশোর কোতোয়ালি থানা

যশোর কোতোয়ালি থানা © সংগৃহীত

যশোরে ধর্ষণচেষ্টায় বেয়াইয়ের চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত বেয়াই সিরাজুল ইসলাম কুটিকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলাম কুটি শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। এ ছাড়া তিনি ভুক্তভোগী নারীর মেয়ের শ্বশুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিরাজুল ইসলাম ছেলের শ্বশুরবাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা বাড়ির দুই তলায় উঠে দেখেন, বেয়াই ও বেয়াইন একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছেন। এর মধ্যে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান। এ ছাড়া ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাদের থামান। গুরুতর আহতাবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত বেয়াইন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

এদিকে হাসপাতালে ভর্তি সিরাজুল ও তার স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত ও তার মেয়ে ও দুলাভাই মনিরুল ডেকে নিয়ে সিরাজুলকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ ছাড়া চোখেও গুরুতর জখম করেন।

অন্যদিকে ভুক্তভোগী নারী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে। এ ছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সিরাজুলের চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে খুলনায় পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগ: আইন
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9