ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদবাজার

৫ টাকায় ঈদের বাজার তুলে দিচ্ছেন জেলা প্রশাসকসহ অন্যরা
৫ টাকায় ঈদের বাজার তুলে দিচ্ছেন জেলা প্রশাসকসহ অন্যরা  © টিডিসি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মধ্যে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনটির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহারগুলো বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এ সময় প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে তুলে দেওয়া হয় এই ঈদ বাজার। এ ঈদ বাজারে ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু পেয়াজ, গুঁড়া দুধ, বিস্কুটসহ একটি করে মুরগি।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠন। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজার প্রদান করেছেন। তাদের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অসহায় মানুষের জন্য করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।


সর্বশেষ সংবাদ