শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দাবিতে মানববন্ধন
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৩:০২ PM

শেরপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক শিক্ষিকাদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার (২৩ মার্চ) দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, শেরপুর সদর উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. মোতাছিম বিল্লাহ, মাস্টার ট্রেইনার মুফতি মো. খলীলুর রহমান, ফিল্ড অফিসার মোবারক হোসেন প্রমুখ।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ, ভর্তি যেভাবে
৫ দফা দাবি হলো নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে; ঈদুল ফিতরের পূর্বেবকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে; ৩ শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে, কোনভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না; শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে ও শিক্ষক-শিক্ষিকারা অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।
মানববন্ধন শেষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে প্রকল্পের ৯ শতাধিক শিক্ষকসহ অন্যরা অংশগ্রহণ করেন।