মশার কয়েল থেকে আগুন লেগে স্কুলছাত্রীর মৃত্যু

নিহত মুন্নি
নিহত মুন্নি  © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মুন্নি (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ।

নিহত মুন্নি সাতঘরপাড়া এলাকার খোরশেদ আলমের মেয়ে। তিনি স্থানীয় শাপলাপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে শোবার ঘরের খাটের নিচে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন মুন্নি। এ অবস্থায় তার মা তাকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে পানের বরজে কাজ করতে যান। মুন্নির ভাইবোনেরাও মায়ের সঙ্গে ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ ঘরটিতে আগুন লাগে। এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর একপর্যায়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আগুনে দগ্ধ মুন্নির লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, ‘নিহত কিশোরীর লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের অসচেতনতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। অভিভাবকদের আরও সচেতন হওয়া দরকার।’ 


সর্বশেষ সংবাদ