ঢাকায় জার্মান দূতাবাসে চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২২, ০৪:১৪ PM
ঢাকাস্থ জার্মান দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পলিটিক্যাল অ্যান্ড প্রেস সেকশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : পলিটিক্যাল অ্যান্ড প্রেস অ্যাফেয়ার্স অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস বা জার্নালিজম বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের মিডিয়া ও পলিটিক্যাল ইস্যু, ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে টোফেল, আইইএলটিএস ও জিম্যাট সংশ্লিষ্ট কোর্স সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: পায়রা বন্দরে চাকরির সুযোগ, বেতন ৩৫,৫০০–৬৭,০১০
তবে জার্মান ভাষা জানা আবশ্যক নয়। তবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। ভিডিও কনটেন্ট ও ফটোগ্রাফিক নলেজ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে info@dhaka.diplo.de এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২৫ আগস্ট, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। সপ্তাহে ৩৮ ঘণ্টা কাজ করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।