নাসায় চাকরি পেলেন নীলফামারীর ছেলে এরশাদ কবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ PM
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিমানচালনবিদ্যা ও মহাকাশ প্রশাসনে (নাসা) প্রকৌশলী হিসেবে যোগ দিচ্ছেন নীলফামারীর ছেলে প্রকৌশলী এরশাদ কবির চয়ন। আগামী ৭ মার্চ প্রতিষ্ঠানটির তথ্য প্রকৌশলী (ডাটা ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেবেন তিনি।
প্রকৌশলী এরশাদ কবির চয়ন জেলা শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের ছেলে।
জানা যায়, ডাইভারসিটি ভিসায় (ডিভি) সুযোগ পেয়ে ১৯৯৫ সালে আমেরিকার পেনসিলভানিয়ায় যান এরশাদ কবিরের বাবা খতিব উদ্দিন সরকার। পরে ২০০১ সালে সাত বছরের ছেলে এরশাসহসহ স্ত্রী অফিজা আকতারকে নিয়ে যান আমেরিকায়। সেখানে বেনসালেম শহরে বাস করেন তারা। আমেরিকায় পড়াশোনা শেষ করে নাসায় চাকরির সুযোগ পান প্রকৌশলী এরশাদ।
এরশাদের বাবা খতিব উদ্দিন সরকার জানান, বোস্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এরশাদ কবির। সে আগামী সাত মার্চ নাসায় যোগ দেবে এবং আরলিংটন ভার্জিনিয়ায় দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, নাসা হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা; যা বিমানচালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে।