প্রাণ গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ।
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ।  © সংগৃহীত

প্রাণ গ্রুপে লোকবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: নির্দিষ্ট নয় (বাংলাদেশের যে কোন জায়গায়)।

পদের নাম: এসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর)।
পদের সংখ্যা: নির্দিষ্ট নয়।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে
মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি বেতন পর্যালোচনা এবং বাৎসরিক ২টি উৎসব বোনাস অন্যতম। এছাড়া, অন্যান্য সুবিধা কোম্পানির নীতি অনুযায়ী প্রদান করা হবে।

কাজের ধরন: 

  • স্টোরের উপকরণ তত্ত্বাবধান করা
  • প্রত্যেক পিআর থেকে পাওয়া উপকরণ পরিমাপ করা
  • দৈনন্দিন উপকরণের দেখভাল করা এবং রেজিস্ট্রি-খাতায় এর রেকর্ড রাখা
  • দৈনন্দিন প্রাপ্ত উপকরণ প্রস্তুত করতে হবে এবং প্রতিবেদন আকারে জমা দিতে হবে
  • প্রতিদিন অন্তত বিশটি আইটেম চেক করে দেখাতে হবে
  • দৈনিক সাইটের উপকরণ চেক করতে হবে
  • নন মুভিং উপকরণের তালিকা প্রস্তুত করে আলাদা রাখতে হবে
  • উপকরণের সরবরাহের জন্য  ফিফো পদ্ধতি অনুসরণ করতে হবে (প্রথম উপকরণ প্রথমে যাবে)
  • উপকরণ সংরক্ষণের জন্য স্টোরের যথাযথ যত্ন নিতে হবে

আরও পড়ুন: ঢাবিতে চাকরির সুযোগ

যোগ্যতা: 

  • শিক্ষাগত যোগত্য এমবিএস বা এমকম বা এমবিএ পাস হতে হবে।
  • কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীদের ইনভেন্টরি/স্টোর ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে।
  • আবেদনকারীদের ম্যানুফ্যাকচারিং (FMCG), বিজ্ঞাপন সংস্থা, ডিজাইন বা মুদ্রণ বা প্রকাশনা, কোম্পানির গ্রুপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীর বয়স ২৮ থেকে ৩৫ বছর হতে হবে।
  • শুধুমাত্র পুরুষদের আবেদন করতে বলা হয়েছে।
  • লম্বা ঘন্টা কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ভালো কম্পিউটার জ্ঞান ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনের নিয়ম: আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন। কোম্পানি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন এই ঠিকানায়- www.pranfoods.net


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!