৪৬৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লোগো
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লোগো  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে ৪৬৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

প্রতিষ্ঠানের ধরন: সরকারি

পদ সংখ্যা: ৪৬৩টি

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে?

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২২ অনুয়াযী প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কাজের ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

উপজেলা পল্লী উন্নায়ন কর্মকর্তা-২২জন, সহকারি প্রোগ্রামার-১জন,হিসাবরক্ষক-২৭৭জন, হিসাব সহকারী-৩৫জন,স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর-১০জন, ডাটা এন্ট্রি অপারেটর-৩জন, অফিস সহকারী কাম কম্পিউটর অপারেটর-১০জন,গাড়িচালক-৬জন, অফিস সহায়-২৫জন, নিরাপত্তা প্রহরী-৪৭জন, গবেষণা কর্মকর্তা-৫জন, ক্যামেরাম্যান-১জন,সহকারী আটিস্ট-১জন, গবেষণা অনুসন্ধানকারী-৩জন, পরিসংখ্যান সহকারী-২জন, নিরীক্ষা সহকারী-৭জন, ক্যাশিয়ার-২জন, প্রশিক্ষক-১জন, ড্রাফটসম্যান-১জন, অফসেট প্রিন্টিং অপারেটর-১জন,প্রুফরিভার-১জন, টেলিফোন অপারেটর-২জন, ইলেকট্রিশিয়ান-১জন, স্টোর কিপার-১ জন, পাম্প চালক-১জন

আরও পড়ুন: ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন, ক্লাস শুরু ২ মার্চ

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত।

আবেদেন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ