১০০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত চাকরিপ্রাপ্তরা

২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৬ AM
পরীক্ষায় উত্তীর্ণ ৬৫ জন

পরীক্ষায় উত্তীর্ণ ৬৫ জন © ছবি : সংগৃহীত

মাত্র ১০০ টাকা খরচ করেই পুলিশে চাকরি পেয়েছেন নোয়াখালীর ৬৫ তরুণ-তরুণী। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯টায় সকল পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হলে আনন্দের বন্যা বয়ে যায়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। দীর্ঘ অপেক্ষার পর ৬৫ জনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চাকরিপ্রাপ্তরা এবং অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই সময় নিজেকেও ধরে রাখতে পারিনি।

পুলিশ সুপার আরও জানান, জেলায় গত ১১ দিন ধরে একের পর এক ধাপ পার হয়ে সফলতার শেষ সিঁড়িতে আরোহন করা ৬৫ জনকে অভিবাদন জানিয়েছি। এর আগে তিন দিন মাঠ পর্যায়ে কঠিন সব শারীরিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন নোয়াখালী জেলার প্রায় দুই হাজার ৬০০ তরুণ-তরুণী। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৩২৮ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে সফল হন ১০৮ জন।

দালালবিহীন প্রতিজন মাত্র ১০০ টাকা করে জমা দিয়ে নিজেদের যোগ্যতার বিচারে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া আরও ১১ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। কেউ যাতে দালালের খপ্পরে না পড়ে সেজন্য বেশ কিছুদিন থেকে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। 

নোয়াখালী পুলিশ সুপার ছাড়াও নিয়োগ কমিটিতে ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা ও (সদর) খালেদ ইবনে মালেক।

জামায়াত-এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাটোরের চার আসনে বিএনপিতে কোন্দল, জামায়াতের কঠিন চ্যালেঞ্জ
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন?
  • ০৫ জানুয়ারি ২০২৬
মেসির স্ত্রীর বাধায় স্টেডিয়ামে ঢুকতে পারলেন না সেই ব্রাজি…
  • ০৫ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট পরিচালক উদ্ধার
  • ০৫ জানুয়ারি ২০২৬
এইচএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ জানুয়ারি ২০২৬