রোববারের মধ্যে ফল প্রকাশ না করলে আন্দোলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২১, ০৫:১২ PM , আপডেট: ১০ জুন ২০২১, ০৫:১২ PM
আগামী রোববারের মধ্যে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ না করা হলে সারাদেশে একযোগে আন্দোলনে নামবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা ।
বৃহস্পতিবার (১০ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা মানববন্ধনে এসব কথা বলেন। পরে এ দাবিতে তারা এনটিআরসিএ’তে স্মারকলিপি দেন।
তাদের দাবি, দীর্ঘদিন পর নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে। এরপর গত মে মাসের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে ফল বিলম্ব করা হচ্ছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এজন্য নিয়োগ প্রত্যাশীরা হতাশা ও দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত। উচ্চশিক্ষিত বেকারদের কম চিন্তা করে হলেও এত দ্রুত প্রকাশিত বিজ্ঞপ্তির ফলাফল ঘোষণা করা উচিত।
আরো বলা হয়েছে, প্রিলি, রিটেন ও ভাইভা পাশ করাটা কি আমাদের বিশাল অপরাধ? দ্রুত আমাদের মেধা ও পরিশ্রমের মূল্য চাই। দ্রুত ফলাফল যাই। আমরা চাই অতীত অভিজ্ঞতার আলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকল জটিলতা সমাধান করে দ্রুত ফল প্রকাশ করা হোক।