করোনার ক্ষতি পোষাতে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবি

০৩ জুন ২০২১, ০৯:০৬ PM
চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় মৌন সমাবেশ

চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় মৌন সমাবেশ © সংগৃহীত

করোনাকালে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ‘মৌন সমাবেশ’ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আগে আয়োজিত এ কর্মসূচি থেকে করোনার ক্ষতি পুষিয়ে দিতে এ দাবি জানান চাকরিপ্রার্থীরা।

মৌন সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ঢাকা কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে ধারাবাহিক কর্মসূচী পালন করছেন চাকরিপ্রার্থীরা। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার প্রায় দুই শতাধিক চাকরিপ্রত্যাশী বেলা ১২টার দিকে সংসদ ভবনের সামনে ব্যানার, পোস্টার, ফেস্টুন হাতে নিয়ে মৌন সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সময় আন্দোলনকারীরা কোভিড স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করেন। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা সেখানে ২০ মিনিটের বেশী অবস্থান করতে দেননি। এরপর এ মৌন সমাবেশ ধানমন্ডি বয়েজ সরকারি বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬