৮০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

৩০ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসছে। শিগগিরই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র (এনটিআরসিএর) সাবেক চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা যায়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।

তিনি জানান, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এসময় শিক্ষামন্ত্রী জানান, নতুন বছরে ক্লাসে শিক্ষার্থীদের রোল নম্বর থাকছে না। এছাড়া এসএসসি পরীক্ষা আগামী বছরের জুনে নেওয়া হতে পারে। জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ফেব্রুয়ারি থেকে এই দুই শ্রেণির জন্য ক্লাস শুরু হতে পারে বলে জানান তিনি।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬