সপ্তাহে ৩ দিন ছুটি কর্মীদের!

১৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৯ PM

© প্রতীকি ছবি

পরীক্ষামূলকভাবে কর্মীদের জন্য সপ্তাহে তিন দিন করে ছুটি চালু করা হয়েছিল। নিয়মিত ছুটির মধ্যে শনি আর রোববারের সঙ্গে শুক্রবারও ছুটি দেয়া হয় সংস্থার প্রায় ২ হাজার ৩০০ কর্মীকে।

আশঙ্কা ছিলো হয়তো এই সিদ্ধান্তের কারণে মুখ থুবড়ে পড়বে প্রতিষ্ঠান। কিন্তু এক মাস পর অভাবনীয় ফল মিলল! অর্থাৎ উৎপাদন নিম্নমুকী না হয়ে উর্ধ্বমুখী উৎপাদন হয়েছে প্রতিষ্ঠানটিতে। দেখা গেল, উৎপাদন বেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ। একই সঙ্গে বিভিন্ন খাতে খরচ কমে সংস্থার সাশ্রয় হয়েছে প্রায় ২৩ শতাংশ।

পড়ুন: আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

গত আগস্ট মাসে কর্মীদের সপ্তাহে তিন দিন করে ছুটি দেয়ার এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে জাপানের মাইক্রোসফটে।

জানা গেছে, কর্মসংস্কার প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গোটা আগস্ট মাসে সপ্তাহে তিন দিন করে ছুটি চালু করা হয়েছিল। এই কর্মসংস্কার প্রকল্পের নাম দেয়া হয় ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’।

পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইয়ামিনের চোখে শুধুই দুঃস্বপ্ন

জানা গেছে, এই এক মাসে কর্মীদের তিন দিন ছুটি দেয়া ছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক মিটিং। ভিডিও কনফারেন্সে সারা হয়েছে বেশ কয়েকটি জরুরি মিটিং। ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’ প্রকল্পের এই অভূতপূর্ব সাফল্যের পর আগামী বছরেও এই কর্মসূচি পালনের কথা ভাবছে মাইক্রোসফট জাপান।

তবে মাইক্রোসফট জাপানের এই কর্মসূচির সঙ্গে একমত নয় বিশ্বের বেশির ভাগ আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থা। তাদের অনেকে মনে করছেন, যে সব প্রতিষ্ঠান সপ্তাহে সাত দিনই চালু রাখতে হয়, সেখানে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেয়া প্রায় অসম্ভব।

আরো পড়ুন:

তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্রের ছবি

১৫০ টাকার বই ১৮ হাজার টাকায় কিনেছে সরকারি কলেজ

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬