শিক্ষার্থীদের কর্মমুখী করতে কোটা আন্দোলনের নেতার ব্যতিক্রম উদ্যোগ

২০ জুন ২০১৯, ১১:২৩ AM

© সংগৃহীত

পড়াশোনা শেষ করার পরে কেউ যাতে হতাশ না হয় সেজন্য অন্যরকম এক উদ্যোগ নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। পড়াশোনার পর যাতে নিজেদের খরচ মেটাতে কেউ যাতে কঠিন পরিস্থিতির মধ্যে না পড়েন সেজন্য আয়ের উপায় দেখিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচজন যুগ্ম আহবায়ক নিয়ে আমের ব্যবসা করছেন রাশেদ।

‘আমাদের দেখ, তোমরাও শেখ’ এই স্লোগানকে সামনে রেখে তারা অর্ডার নিয়ে আম সংগ্রহ করছেন। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পৌঁছে দিচ্ছেন তাঁরা। এভাবে নিজেদের প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি কিছু বাড়তি উপার্জন হচ্ছে বলেও তারা জানিয়েছেন। এর মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানান।

মুহাম্মদ রাঁশেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি বাস্তবতা থেকেই এ ধরণের উদ্যোগ। পড়াশোনা শেষ করার পর অনেকেই হতাশ হয়ে পড়েন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত নিজেদের খরচ চালাতেও হিমসিম খেতে হয় তাদের। এজন্য তাদেরকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘এ ধরণের কাজের মাধ্যমে নিজেদের খরচগুলো সবাই মিটিয়ে নিতে পারে। এছাড়া বাড়তি কিছু টাকা পরিবারকেও দিতে পারবে। শুধু আমের ব্যবসাই নয়, আরও অনেক কিছুই করার সুযোগ রয়েছে। এছাড়া এ ধরণের কাজের মাধ্যমে উদ্যোক্তা হওয়ারও পথ তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোতেও এ ধরণের অনেক সুযোগ করে দেওয়া হয়। চাকরি পাওয়ার আগ পর্যন্ত শিক্ষিতরা তাদের খরচ নিজেরাই চালিয়ে নিতে পারেন। আমাদের দেশেও এ ধরণের সংস্কৃতি চালু হওয়া উচিৎ।’

রাশেদ ছাড়াও এ ব্যবসায় জড়িত কোটা সংস্কার আন্দোলনের অপর চার যুগ্ম আহবায়ক হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পি এম সুহেল, ইডেন কলেজের লুৎফন্নাহার লুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বাশার ও ঢাকা কলেজের আরিফ হোসেন।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬