বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরে, দৈনিক ভাতা দেবে ২০০ টাকা

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন এখনই   © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের এই কোর্সে ভর্তিতে লাগবে না কোনো ফি, বরং প্রশিক্ষণার্থীদেরই দৈনিক ভাতা দেওয়া হবে ২০০ টাকা করে।

অধিদপ্তরের প্রশিক্ষণবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্প-এর আওতায় দেশের ৮ বিভাগের ১৬ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবারের কোর্সে।

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

প্রশিক্ষণ ভাতা—

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন;

লিখিত পরীক্ষা—

আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে;

মৌখিক পরীক্ষা—

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে;

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ—

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করো হবে আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখে;

ক্লাসের সময়—

ফ্রিল্যান্সিং বিষয়ক এই প্রশিক্ষণে ৩ মাসব্যাপী কোর্সে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ মার্চ ২০২৫।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence