ডাক বিভাগ প্রকাশ করল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫০৪
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর প্রশাসনিক আওতাধীন বিভিন্ন দপ্তরে ১৪ থেকে ২০তম গ্রেডে ২৫ পদে ৫০৪ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা (বাংলাদেশ ডাক বিভাগ);
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২
৩. পদের নাম: টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৬. পদের নাম: পোস্টাল অপারেটর;
পদসংখ্যা: ১০৪টি;
বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৭. পদের নাম: মেইল অপারেটর;
পদসংখ্যা: ১৫৩টি;
বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮
৮. পদের নাম: ড্রাইভার (হালকা);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৯. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
১১. পদের নাম: কার্পেন্টার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
১২. পদের নাম: মিডওয়াইফ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
১৩. পদের নাম: পোস্টম্যান;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কারা অধিদপ্তর, পদ ৫০৫
১৪. পদের নাম: মেইল গার্ড;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
১৫. পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);
১৬. পদের নাম: আর্মড গার্ড;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
১৭. পদের নাম: প্যাকার;
পদসংখ্যা: ২৬টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
১৮. পদের নাম: মেইল ক্যারিয়ার;
পদসংখ্যা: ১২৬টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
১৯. পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার;
পদসংখ্যা: ৩০টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭
২০. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস);
পদসংখ্যা: ১৬টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
২১. পদের নাম: বাবুর্চি/অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
২২. পদের নাম: গার্ডেনার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
২৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার);
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
২৪. পদের নাম: রানার;
পদসংখ্যা: ৮৬টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
২৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ২২০
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। তবে সব গ্রেডের ক্ষেত্রেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ফি ৫৬ টাকা;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।