ডাক বিভাগ প্রকাশ করল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫০৪

২৫ পদে ৫০৪ কর্মী নিয়োগে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ডাক বিভাগ
২৫ পদে ৫০৪ কর্মী নিয়োগে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ডাক বিভাগ  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর প্রশাসনিক আওতাধীন বিভিন্ন দপ্তরে ১৪ থেকে ২০তম গ্রেডে ২৫ পদে ৫০৪ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
 
প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা (বাংলাদেশ ডাক বিভাগ);

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭২২

৩. পদের নাম: টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: ড্রাফটসম্যান;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫); 

৬. পদের নাম: পোস্টাল অপারেটর;

পদসংখ্যা: ১০৪টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);  

৭. পদের নাম: মেইল অপারেটর;

পদসংখ্যা: ১৫৩টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

৮. পদের নাম: ড্রাইভার (হালকা);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৯. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; 

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১১. পদের নাম: কার্পেন্টার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১২. পদের নাম: মিডওয়াইফ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৩. পদের নাম: পোস্টম্যান;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কারা অধিদপ্তর, পদ ৫০৫

১৪. পদের নাম: মেইল গার্ড;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

১৫. পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

১৬. পদের নাম: আর্মড গার্ড;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৭. পদের নাম: প্যাকার;

পদসংখ্যা: ২৬টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৮. পদের নাম: মেইল ক্যারিয়ার;

পদসংখ্যা: ১২৬টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৯. পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

২০. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস);

পদসংখ্যা: ১৬টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

২১. পদের নাম: বাবুর্চি/অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

২২. পদের নাম: গার্ডেনার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

২৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার);

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

২৪. পদের নাম: রানার;

পদসংখ্যা: ৮৬টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

২৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় চাকরি, পদ ২২০

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী); 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। তবে সব গ্রেডের ক্ষেত্রেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ফি ৫৬ টাকা; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ