গণস্বাস্থ্য কেন্দ্র উচ্চ বেতনে নেবে কোঅর্ডিনেটর, আবেদন অনলাইনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ‘মেডিকেল কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র;
পদের নাম: মেডিকেল কোঅর্ডিনেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১,৫০,০০০—১,৬৫,০০০ টাকা;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮
অন্যান্য সুযোগ-সুবিধা—
*সাপ্তাহিক ছুটি ২ দিন;
*ভ্রমণ ভাতা;
*বিমা সুবিধা;
*টিএ বিল;
*গোষ্ঠী জীবন বিমা;
*মোবাইল বি;
*বার্ষিক ছুটি ও অসুস্থতাজনিত ছুটি;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭
প্রার্থীর বয়স: ৩০—৫৫ বছরের মধ্যে হতে হবে;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
কর্মস্থল: কক্সবাজার;
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*বিএমডিসির বৈধ লাইসেন্স থাকতে হবে;
*কোনো বেসরকারি সংস্থায় পাবলিক হেলথ সেক্টরে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*মানবসেবামূলক কর্মকাণ্ডে—বিশেষ করে রোহিঙ্গা রেসপন্সে ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোবো, গুগল মিট, জুম, টিমস ইত্যাদি কাজে দক্ষ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।