গণস্বাস্থ্য কেন্দ্র উচ্চ বেতনে নেবে কোঅর্ডিনেটর, আবেদন অনলাইনে

গণস্বাস্থ্য কেন্দ্র
মেডিকেল কোঅর্ডিনেটর নিয়োগে আবেদন চলছে গণস্বাস্থ্য কেন্দ্রে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ‘মেডিকেল কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র;

পদের নাম: মেডিকেল কোঅর্ডিনেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১,৫০,০০০—১,৬৫,০০০ টাকা;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

অন্যান্য সুযোগ-সুবিধা—

*সাপ্তাহিক ছুটি ২ দিন;

*ভ্রমণ ভাতা;

*বিমা সুবিধা;

*টিএ বিল;

*গোষ্ঠী জীবন বিমা;

*মোবাইল বি;

*বার্ষিক ছুটি ও অসুস্থতাজনিত ছুটি;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

প্রার্থীর বয়স: ৩০—৫৫ বছরের মধ্যে হতে হবে;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

কর্মস্থল: কক্সবাজার;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*বিএমডিসির বৈধ লাইসেন্স থাকতে হবে;

*কোনো বেসরকারি সংস্থায় পাবলিক হেলথ সেক্টরে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*মানবসেবামূলক কর্মকাণ্ডে—বিশেষ করে রোহিঙ্গা রেসপন্সে ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোবো, গুগল মিট, জুম, টিমস ইত্যাদি কাজে দক্ষ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।