বাণিজ্য মেলা ৯ জানুয়ারি, খণ্ডকালীন চাকরির সুযোগ শিক্ষার্থীদের
- শিউলী রহমান
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ১০:৫৬ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫ PM
প্রতি বছর জানুয়ারি মাসব্যাপী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। এই মেলায় দেশি-বিদেশি কয়েক শ প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরা এবং বিক্রির জন্য নিজেদের কর্মীর পাশাপাশি চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়ে থাকে। এর সিংহভাগই নিয়োগ দেয়া হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে।
প্রতিবছরের মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। যোগাযোগ করে এসব প্রতিষ্ঠানে মেলা চলাকালীন সেলস এক্সিকিউটিভ, ব্র্যান্ড প্রমোটর বা বিক্রয়কর্মী কর্মী হিসেবে যোগ দিতে পারেন শিক্ষার্থীরা। এতে কিছু আয়ের পাশাপাশি পাওয়া যাবে মার্কেটিং বিষয়ে দারুণ অভিজ্ঞতাও। যা পরবর্তী সময়ে চাকরি ক্ষেত্রে কাজে লাগতে পারে।
প্রাণ আরএফএল গ্রুপের প্রধান ব্যবস্থাপক (ইভেন্ট) আদিল খান বলেন, ‘আমরা গতবারও প্রায় ৩শ জন কর্মী নিয়েছিলাম। এবারও ২৫০ জনকে নেওয়া হবে। তবে সদ্য স্নাতক অথবা বর্তমানে যাঁরা স্নাতক সম্পন্ন করছেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হয়। এছাড়া এইচএসসি পাস করা প্রার্থীদেরও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি।
মেলায় চাকরি পাওয়ার যোগ্যতা: মেলায় চাকরির জন্য শুধু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে কিছু বাড়তি যোগ্যতাও। কারণ ক্রেতাদের সাথে যোগাযোগের দক্ষতা, পণ্য সম্পর্কে উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় নিয়োগ প্রক্রিয়ায়।
কিভাবে চাকরির সন্ধান পাবেন: যেহেতু খণ্ডকালীন চাকরি তাই নিয়োগের জন্য পত্রিকায় তেমন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় না। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দেয়। সে জন্য অন্তত এক মাস আগে থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজে, বিভিন্ন চাকরি প্রদানকারী এবং চাকরিপ্রত্যাশীদের গ্রুপগুলোর মাধ্যমে লোক নেওয়া হয়। মেলায় যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্মী সরবরাহ করে, তাদের সঙ্গে যোগাযোগ করলেও চাকরি পাওয়া যেতে পারে। উল্লেখ্য, গত বছরের মেলায় ৬ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার তরুণ-তরুণী কাজের সুযোগ পেয়েছিলো।
কী সুযোগ-সুবিধা পাবেন: এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীদের প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়। এ ছাড়া সকাল-বিকাল নাশতা, দুপুর ও রাতে খাবার, প্রতিষ্ঠানভেদে মোবাইল খরচ এবং যাতায়াত খরচও দেওয়া হয়। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দিয়ে থাকে। যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে।
যেসব কোম্পানি কর্মী নিচ্ছে: আরএফএল গ্রুপ: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য আরএফএল গ্রুপ ইতিমধ্যে ২৫০ জন খণ্ডকালীন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করবে বলে জানিয়েছে। এইচএসসি পাস হলেই এ পদে আবেদন করা যাবে। ২০ থেকে ৩০ বছরের নারী ও পুরুষ পদটিতে আবেদন করতে পারবে। প্রার্থীকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে জানতে হবে এবং আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
হাতিল ফার্নিচার: বাণিজ্য মেলায় ২৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে হাতিল ফার্নিচার। এখানে চাকরি পেতে যোগ্যতা থাকতে হবে যেকোনো বিভাগ থেকে স্নাতক পাস। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আকতার ফার্নিচার: মেলায় ৫০ জন জুনিয়র সেলস এক্সিকিউটিভ নেবে আকতার ফার্নিচার। ফার্নিচার বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুনদের এক মাসের বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। অভিজ্ঞদের আলেচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। সঙ্গে দেওয়া হবে নাস্তা ও ট্রান্সপোর্ট সুবিধা।
কোকোলা ফুড প্রডাক্টস: মেলায় ৪০ জন খণ্ডকালীন সেলস প্রমোটর (মহিলা ও পুরুষ) নেবে কোকোলা ফুড প্রডাক্টস। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। আবেদনপত্র পাঠাতে হবে কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগ বরাবর।
বেঙ্গল গ্রুপ: বেঙ্গল গ্রুপ নিবে ৪০-৫০ জন ব্র্যান্ড প্রমোটর। যাদের কাজ করতে হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। আবেদনের যোগ্যতা এইচএসসি বা স্নাতক। একই কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ভাতা হিসেবে প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকা এবং সঙ্গে বিকেলের খাবার।রাতে বাসায় ফেরার জন্য মেয়েদের দেওয়া হবে পরিবহন সুবিধা। আগ্রহীদের সিভি জমা দিতে হবে বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে।
বাটারফ্লাই মার্কেটিং: মেলায় খণ্ডকালীন কাজের জন্য সেলস পারসোনেল পদে নিয়োগ দেবে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। ন্যূনতম স্নাতক পাস হতে হবে। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি। বাংলা ও ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে।
এসব প্রতিষ্ঠান ছাড়াও মোবাইল ব্র্যান্ড, কনজ্যুমার ও হাউসহোল্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারী বিভিন্ন ব্র্যান্ড, কসমেটিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিকস কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান বিক্রয়কর্মী নিয়োগ দেবে।