বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে কর্মী নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে টেকনিক্যাল স্পেশালিস্ট (জেন্ডার অ্যান্ড ইনক্লুশন)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ;
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট–জেন্ডার অ্যান্ড ইনক্লুশন;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: ৯০,০০০—১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);
আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার;
আবেদনের যোগ্যতা—
*জেন্ডার স্টাডিজ/সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সমপদে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*অ্যানালিটিক্যাল দক্ষতাসহ রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে;
*এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে;
আরও পড়ুন: ৭৬৪৩১ বেতনে চাকরি অ্যাকশনএইডে, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া hr.erp@caritasbd.org ঠিকানায় কভার লেটারসহ সিভি পাঠিয়েও আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ ক্ষেত্রে সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।