সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ দেবে ১১০ শিক্ষক, আবেদন অনলাইনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ থেকে ৯ম গ্রেডে ১০ পদে প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষকসহ ১১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়);
বিভাগের নাম: ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান;
পদের সংখ্যা: ১০টি;
শিক্ষক নেবে: ১১০ জন;
আরও পড়ুন: ৪০০০০ বেতনে সিনিয়র শিক্ষক নেবে টেন মিনিট স্কুল, সাপ্তাহিক ছুটি ২ দিন
পদের নাম: প্রভাষক (১৩টি);
ইতিহাস (১টি);
ইসলাম শিক্ষা (১টি);
ইংরেজি (১টি);
রসায়ন (১টি);
গণিত (১টি);
পরিসংখ্যান (২টি)
যুক্তিবিদ্যা (১টি);
ভূগোল (১টি);
মনোবিজ্ঞান (১টি);
পৌরনীতি ও সুশাসন (২টি)
বাংলা (১টি);
আরও পড়ুন: টেন মিনিট স্কুলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, নিয়োগ ঢাকা-চট্টগ্রাম-সিলেটে
পদের নাম: প্রদর্শক (৪টি);
জীববিজ্ঞান (২টি);
রসায়ন (১টি);
পদার্থবিজ্ঞান (১টি);
সহকারী শিক্ষক: বাংলা (১০টি);
সহকারী শিক্ষক: ইংরেজি (৭টি);
সহকারী শিক্ষক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩টি);
সহকারী শিক্ষক: শারীরিক শিক্ষা (৫টি);
জুনিয়র শিক্ষক: শারীরিক শিক্ষা (৪টি);
জুনিয়র শিক্ষক: ইসলাম ও নৈতিক শিক্ষা (৪টি);
জুনিয়র শিক্ষক: চারূ ও কারুকলা (২টি);
জুনিয়র শিক্ষক: ৫৮টি;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫২৫ কর্মী, আবেদন করুন দ্রুতই
চাকরির ধরন: অস্থায়ী (বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ ভেরিফিকেশন তথ্যের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
বয়স: ১৮-৩২ বছর (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ২-৬ নম্বর পদের জন্য ৫০০ এবং ৭-১০ নম্বর পদের জন্য ৩০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—