শাহবাগে মহাসমাবেশের ডাক দিল ৩৫ প্রত্যাশীরা

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্তসাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী ঐক্য পরিষদ। আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি।  যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি।

এসময় আল আমীন ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।

এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তার পরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক।  নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো। 

এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১২টি ক্যাডারে বয়স উন্মুক্তের কথা বলেন সঞ্জয় কুমার দাস। তিনি বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকী ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।


সর্বশেষ সংবাদ