ওয়েভ ফাউন্ডেশন ২ পদে নেবে ৮ জন, আবেদন দ্রুতই

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নেবে ৮ কর্মী
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নেবে ৮ কর্মী  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। সংস্থাটি ‘কমিউনিটি মোবিলাইজেশন অফিসার’ ও ‘প্রজেক্ট অফিসার’ উভয় পদে ৪ জন করে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়েভ ফাউন্ডেশন

১. পদের নাম: কমিউনিটি মোবিলাইজেশন অফিসার;

পদসংখ্যা: ৪টি;

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বেতন: ৩০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*উৎসব বোনাস ২টি (বেতনের ৫০ শতাংশ);

*মোবাইল বিল;

*ভ্রমণ ভাতা;

আবেদনের যেভাবে: কমিউনিটি মোবিলাইজেশন অফিসার পদে আবেদনের জন্য এখানে ক্লিক করুন;

২. পদের নাম: প্রজেক্ট অফিসার;

পদসংখ্যা: ৪টি;

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। তবে যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
 
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকবে;

বেতন: ৪০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*উৎসব বোনাস ২টি (বেতনের ৫০ শতাংশ);

*মোবাইল বিল;

*ভ্রমণ ভাতা;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়সসীমা: উভয় পদে সর্বোচ্চ ৪৫ বছর;

কর্মস্থল: বরগুনা, পটুয়াখালী;

আবেদনের যেভাবে: প্রজেক্ট অফিসার পদে আবেদনের জন্য এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ সময়: আগামী ১২ অক্টোবর;


সর্বশেষ সংবাদ