সরকারি মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে চাকরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ AM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটি ২টি ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি ২টি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরমে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিবিএল);
সার্কুলার নম্বর-১
১. পদের নাম: মেশিনিস্ট/টেকনিশিয়ান;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
২. পদের নাম: পাম্প অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮);
৩. পদের নাম: ওয়ার্ক অ্যাসিসট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮);
৪. পদের নাম: নিরাপত্তা সহায়ক/প্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
৫. পদের নাম: অফিস সহায়ক (ওএসএস);
পদসংখ্যা: ১৫টি;
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
আরও পড়ুন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৩০১৭ জন, এসএসসি পাসেও আবেদন
সার্কুলার নম্বর: ২
১. পদের নাম: সহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ১১টি;
বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮);
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইএসটি);
পদসংখ্যা: ২টি;
বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮);
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে;
আবেদন ফি
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে সার্কুলার নম্বর ১-এর প্রার্থীরা ৫০০ টাকা এবং সার্কুলার নম্বর ২-এ থাকা প্রার্থীদের ১০০০ টাকা প্রদান করতে হবে;
প্রবেশপত্র ডাউনলোড: আগামী ৩১ অক্টোবরে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর;
আবেদনের যোগ্যতা, শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন—