আকর্ষণীয় বেতনে সার্ক কৃষি কেন্দ্রে চাকরি, আবেদন শেষ আজই

ঢাকার ফার্মগেটে অবস্থিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কৃষি কেন্দ্র (এসএসি)
ঢাকার ফার্মগেটে অবস্থিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কৃষি কেন্দ্র (এসএসি)  © সংগৃহীত

ঢাকার ফার্মগেটে অবস্থিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কৃষি কেন্দ্র (এসএসি)। প্রতিষ্ঠানটি সিনিয়র প্রোগ্রাম অফিসার (পাবলিকেশন), ড্রাইভার ও এমএলএসএস পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেতনের বাইরে নানান সুযোগ-সুবিধা রয়েছে সার্কের সব পদের চাকরিতে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (পাবলিকেশন);

পদসংখ্যা: অনির্ধারিত;

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 

*অ্যাগ্রিকালচার/গণযোগাযোগ/তথ্যবিজ্ঞান/ইংরেজি বিষয়ে ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*আন্তর্জাতিক/আঞ্চলিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*দেশ-বিদেশের কৃষি ও খাদ্য বিষয়ে ধারণা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বেতন স্কেল: ২৪১ থেকে ৬৯৬ মার্কিন ডলার;

অন্যান্য সুযোগ-সুবিধা

*মাসিক মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;

*যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার;

*স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার;

*সন্তানের জন্য শিক্ষা ভাতা বছরে ৫০০ ডলার (সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত এ সুবিধা মিলবে);

*বছরে একবার মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

চাকরির ধরন: পূর্ণকালীন;

কর্মস্থল: ঢাকা;

বয়স: অনধিক ৪৫ বছর;

দরকারি কাগজপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি;

আরও পড়ুন: সরকারিভাবে নারী গার্মেন্টস কর্মী নিচ্ছে জর্ডান, বয়স ২০ হলেই আবেদন

২. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: অনির্ধারিত;

বয়স: অনধিক ৩০ বছর;

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সসহ চালক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বেতন স্কেল: ১৪৩ থেকে ৪২৩ মার্কিন ডলার;

অন্যান্য সুযোগ-সুবিধা

*মাসিক মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;

*যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার;

*স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার;

*সন্তানের জন্য শিক্ষা ভাতা বছরে ৫০০ ডলার (সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত এ সুবিধা মিলবে);

*বছরে একবার মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

আরও পড়ুন: এইচএসসি পাসে বেসরকারি প্রতিষ্ঠান নেবে ৪০০ জন, লাগবে না অভিজ্ঞতা

৩. পদের নাম: এমএলএসএস;

পদসংখ্যা: অনির্ধারিত;

বয়স: অনধিক ৩০ বছর;

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*ইংরেজি ভাষা বুঝতে হবে;

বেতন স্কেল: ১১৮ থেকে ৩২০ মার্কিন ডলার;

অন্যান্য সুযোগ-সুবিধা

*মাসিক মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;

*যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার;

*স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার;

*সন্তানের জন্য শিক্ষা ভাতা বছরে ৫০০ ডলার (সর্বোচ্চ দুই সন্তান পর্যন্ত এ সুবিধা মিলবে);

*বছরে একবার মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের দরকারি সব কাগজপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাবেন ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবর।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৪।

আবেদনের যোগ্যতা, কাজের ক্ষেত্র ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ