কারিতাস বাংলাদেশ ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কর্মী নিয়োগ দেবে

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। সংস্থাটি ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: কারিতাস বাংলাদেশ;

১. পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি);

পদসংখ্যা: ৬টি;

বয়সসীমা: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;

বেতন: শিক্ষানবিসকালে ১৫,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্রাচ্যুইটি, ইন্স্যুরেন্স স্কীম, হেল্থ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

*প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে;

*গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সঙ্গে মিশে কাজ করার মানসিকতা থাকতে হবে;

*মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ বাস্তবায়নে কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আগোরা লিমিটেড এইচএসসি পাসে চাকরি

২. পদের নাম: কেয়ারটেকার-কাম-কুক;

পদসংখ্যা: ২টি;

বয়সসীমা: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;

বেতন: শিক্ষানবিসকালে ১২,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্রাচ্যুইটি, ইন্স্যুরেন্স স্কীম, হেল্থ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*অফিস রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হতে হবে;

*মাঠ পর্যায়ের অফিসে থাকার মানসিকতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণ গ্রুপে চাকরি, বয়স ২৫ হলেই আবেদন

দরকারি কাগজপত্র (উভয় পদের জন্য প্রযোজ্য)

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি;

*জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

*চারিত্রিক সনদপত্র;

*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি;

কর্মস্থল: মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাধীন সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, নবাবগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীদের আঞ্চলিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল ১/সি, ১/ডি, পল্লবী, সেকশন-১২, মিরপুর, ঢাকা ১২১৬ বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদন ডাকে বা কুরিয়ারযোগে পাঠাতে হবে। সরাসরি দেওয়া যাবে না। আবেদনপত্রের খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ