দেশে শিক্ষিত তরুণদের অন্তত ৪০ শতাংশ কর্মহীন

দেশের শিক্ষিত জনগোষ্ঠীর বিশাল অংশ বেকার
দেশের শিক্ষিত জনগোষ্ঠীর বিশাল অংশ বেকার  © ফাইল ছবি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ জানিয়েছেন, দেশে প্রতিবছর দুই মিলিয়ন বা ২০ লাখ তরুণ কর্মজীবনে প্রবেশ করছে। তবে তারা কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। আর শিক্ষিত তরুণদের অন্তত ৪০ শতাংশ কর্মহীন বলে জানিয়েছেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান।

শনিবার (৬ জুলাই) ডিসিসিআই আয়োজিত ‘শিক্ষা ও শিল্প খাতের সম্পর্ক সুদৃঢ়করণ’ বিষয়ক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।বিআইডিএসের তথ্য মতে, ৬৬ শতাংশ স্নাতক সম্পন্নকারী তরুণ কর্মহীন। তার বিশ্বব্যাংক বলছে, টেকনিক্যাল খাতে দক্ষ মানবসম্পদের অপ্রতুল আছে প্রায় ৬৯ শতাংশ।

এসব তথ্য জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, শিল্প খাতের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ পদে বিদেশি দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে খরচ হচ্ছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার। প্রয়োজনীয় দক্ষতার অভাবে প্রবাসীরাও উচ্চ পারিশ্রমিকের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। প্রয়োজনের নিরিখে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাক্রম সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ নিলেও দেশে বিষয়টি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নয়।’

এ সময় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমান বলেন, দেশের শিক্ষিত তরুণদের প্রায় ৪০ শতাংশ কর্মহীন, যা হতাশাজনক। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা ও শিল্প খাতের সমন্বয়ের বিকল্প নেই। এ সময় ইন্টার্নশিপের পাশাপাশি অ্যাপ্রেনটিসশিপের উদ্যোগেওর ওপর তিনি জোর দেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে শিল্প খাতের বরাদ্দকে কর অব্যাহতির সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।

আরো পড়ুন: কোটা সংস্কারের দাবিতে আজ শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

বুয়েটের অধ্যাপক মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, এআইইউবির উপ-উপাচার্য মো. আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আক্কাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম ওয়ারিসুল করিম, বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাহাদাত হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence